ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫ 

বগুড়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ার

বগুড়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাবের অভিযানে ১৪টি বিচারাধীন মামলার আসামি আন্ত:জেলা ডাকাত দলের সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত জ্যাক স্ক্রু, রেঞ্জ, হাতুড়ি ও লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই ডাকাত সরদারের নাম তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮)। তিনি শিবগঞ্জ উপজেলার আলাদিপুরের মৃত আ. জলিলের ছেলে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার তাহাজুল নামে ওই ব্যক্তি ডাকাত দলের সরদার। তার নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির মোট ১৪টি মামলা রয়েছে। এ পর্যন্ত ৫ শতাধিক গরু চুরি ও ডাকাতি করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে ওই ডাকাত সরদার।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ওই ডাকাত সরদার তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ডাকাতি করেন। তার নামে এ পর্যন্ত বিভিন্ন থানায় ১৪ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া জেলার সদর থানায় ৬টি, নওগাঁ জেলার বদলগাছী থানায় ২টি, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২টি, রংপুর জেলার কাউনিয়া থানায় ১টি, জিএমপি’র কোনাবাড়ী থানায় ১টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ১টি, জয়পুরহাট কালাই থানায় ১টি মামলা রয়েছে।

গ্রেপ্তার তাহাজ্জুল চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে। কয়েকজন ডাকাতির মালামাল অন্যত্র পরিবহন করে নিয়ে যায়। আর অন্যান্য সদস্যরা লুন্ঠনকৃত মালামাল বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে। এ যাবত ৪ থেকে ৫'শ গরু চুরি ও ডাকাতি করেছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত ২৩ জানুয়ারি টাঙ্গাইলের জামাল হোসেন নামে এক গরু ব্যবসায়ী একটি ট্রাকে করে ২২টি গরু নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেন। পথে শিবগঞ্জ থানার রহবল এলাকায় পৌঁছালে ডাকাতদলের কবলে পড়েন। তখন ডাকাতরা ওই গরু ব্যবসায়ী এবং তার সহযোগীদের হাত-পা বেঁধে জমিতে ফেলে গরু নিয়ে পালিয়ে যান। পরে তিনি শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর পরেই অভিযান শুরু করে ডাকাত দলের এই সরদারকে গ্রেপ্তার করে র‍্যাব।

 

novelonlite28
umchltd