ঢাকা শনিবার, ২২ নভেম্বর ২০২৫ 

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ, গ্রেফতার চার

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২২ নভেম্বর ২০২৫

শেয়ার

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ, গ্রেফতার চার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)। তাদের মধ্যে মাসুদ নগরীর কেওয়াটখালি এবং অপর তিনজন নগরীর আকুয়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাফিয়ার বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। বাসায় থাকা লোকজন আগুন ও ককটেল বিস্ফোরণের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের নামে রাফির বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

novelonlite28
umchltd