ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ 

আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ২৭ নভেম্বর ২০২৪

শেয়ার

আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের

ঘরের মাঠে আমরাই ফেভারিট ম্যাচের আগের দিনই এই কথা বলেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর অধিনায়কের সেই কথাটাকেই বাস্তবে রূপ দিয়েছে তার সতীর্থরা। প্রথম ম্যাচে মিরপুরে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্বাগতিকরা। এই ম্যাচে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ বড় জয়।

বুধবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আইরিশদের ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ১৫৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল জ্যোতি-নাহিদারা।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।

novelonlite28
umchltd