ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ 

কানপুর টেস্ট: হচ্ছে না তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শেয়ার

কানপুর টেস্ট: হচ্ছে না তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় গতকাল রাতভর বৃষ্টি হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে আজও খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা হচ্ছে না বলে জানিয়েছে ফিল্ড আম্পায়াররা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হয়েছে প্রথম মাঠ পর্যবেক্ষণ। মাঠের পরিস্থিতি দেখে খেলার উপযোগী মনে হয়নি আম্পায়ারদের। পরবর্তী পর্যবেক্ষণ বেলা সাড়ে ১২টায়।

এদিকে, শনিবার টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির বাধায় প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭।

ক্রিজে মুমিনুল হক ৪০ এবং মুশফিকুর রহিম ৬ রানে ব্যাট করছেন। চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

novelonlite28
umchltd