ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ 

জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের দাবি কানাডায় ইউকেপিএনপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ৮ জুলাই ২০২৪

শেয়ার

জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের দাবি কানাডায় ইউকেপিএনপির

পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনী মোতায়েন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির (ইউকেপিএনপি) কানাডা শাখা। কাশ্মীরের 'জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির' (জেএএসি) চাওয়া-পাওয়া পূরণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

ইউকেপিএনপির মুখপাত্র সরদার নাসির আজিজ খানও দাবি করেছেন, কাশ্মীরে শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের বন্ধ করতে হবে। এক্সে এক পোস্ট তিনি একথা লিখেন।

এএনআই লিখেছ, পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অবকাঠামোর অভাব এবং তীব্র বিদ্যুতের ঘাটতির বিরুদ্ধে অব্যাহত দাবি তুলে ধরছে। জুনের শুরুতে ইউকেপিএনপির চেয়ারম্যান সরদার শওকত আলী কাশ্মীরিও এক দাবি উত্থাপন করেন। কাশ্মীরে পাকিস্তানের সেনা মোতায়েন বন্ধের দাবি জানান তিনি। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনের এক ফাঁকে তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, পাকিস্তান কাশ্মীরে ফের ফ্রন্টিয়ার কর্পস করছে বলে আমরা খবর পেয়েছি। কাশ্মীর বিতর্কিত এলাকা৷ সেখানে সেনা মোতায়েন পাকিস্তানের উচিত নয়।

novelonlite28
umchltd