
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে।
স্থানীয়দের সহায়তায় বর্তমানে মিশনারিস অফ চ্যারিটিতে আশ্রয়ে রয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। খন্দকার থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সম্প্রতি বর্ধমানের একটি এলাকায় দিশাহীনভাবে রাস্তায় ঘুরছিলেন সুমি। হঠাৎ বৃষ্টির কারণে আশ্রয়ের জন্য এক জায়গায় দাঁড়ালে স্থানীয়রা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি অভিনেত্রী। তবে তার ঠিকানা জানতে চাইলে, বিভিন্ন বিভ্রান্তিকর উত্তর দেন সুমি। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের তত্ত্বাবধানে তাকে মিশনারিস অফ চ্যারিটিতে রাখা হয়।
দীর্ঘদিন ধরে অভিনয় জগতে যুক্ত ছিলেন সুমি হর চৌধুরী। বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি মঞ্চ নাটকেও নিয়মিত কাজ করতেন। ২০২৫ সালের জানুয়ারিতেও এক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: