ঢাকা শনিবার, ০২ আগস্ট ২০২৫ 

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, জাহাঙ্গীরনগরে ব্লকেড কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ২০ নভেম্বর ২০২৪

শেয়ার

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, জাহাঙ্গীরনগরে ব্লকেড কর্মসূচি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ৮ দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে ৮ দফা দাবিতে অবস্থান নিয়েছেন তারা।

তাদের দাবিগুলো হলো-

  • ২৪ ঘণ্টার মধ্যে কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে;
  • পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে;
  • নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে;
  • মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে;
  • নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে;
  • সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে;
  • অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং
  • ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার-সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনাকবলিত হন। নিহত আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি শেরপুর জেলায়।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, সন্ধ্যার দিকে কলাভবনের সামনের রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাচি। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথা ও মুখে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

novelonlite28
umchltd