বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফের বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। মেঘালয় সীমান্তের চাড়াগাও এলাকা দিয়ে হু হু করে ঢলের পানি ডুকছে তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৭ মিলিমিটার। আর সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক পানিতে ডুবে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বাড়ছে নদী ও হাওরের পানি। আগামী ৭২ ঘণ্টাও এ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে আরও বাড়তে পারি নদীর পানি।
আরও পড়ুন: