ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ 

পলকের আসনে লড়বেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৫, ১ ডিসেম্বর ২০২৩

শেয়ার

পলকের আসনে লড়বেন ১২ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে লড়বেন মোট ১২ জন প্রার্থী। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

জুনাইদ আহমেদ পলক বাদে বাকি ১১ জন হলেন- শফিকুল ইসলাম শফিক, শামসুল ইসলাম, মিজানুর রহমান, আনিছুর রহমান, রুস্তম আলী, রাকিবা হক, আলতাফ হোসেন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে নাটোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরের চারটি সংসদীয় আসনে মোট ৪৩টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। 

প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা যাবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

novelonlite28
umchltd