ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ 

নাশকতার চেষ্টা, মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১৪ নভেম্বর ২০২৩

শেয়ার

নাশকতার চেষ্টা, মহিলা দলের ৩ নেত্রী গ্রেপ্তার

নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জে মহিলা দলের তিন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।  

হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেন, মহিলা দলের নেত্রীরা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিলেন। তাদের গ্রেপ্তার করে এ আন্দোলন ঠেকানো যাবে না। তাদের গ্রেপ্তারের নিন্দা জানাই। 

novelonlite28
umchltd