ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ 

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ১ অক্টোবর ২০২৪

শেয়ার

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের এক‌টি ঘরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- এনামুল (৪৫) পলি আক্তার (৩৯), পলাশ মিয়া (১৫), ফাতেমা আক্তার (০৭) ফরহাদ (১৩) এবং উমর ফারুক (০৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই আশ্রয়কেন্দ্রে ৩৪ ঘর ছিল। এরমধ্যে একটি ঘরে একই পরিবারের ছয়জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।

ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

novelonlite28
umchltd