ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫ 

৪ বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ৩০ অক্টোবর ২০২৪

শেয়ার

৪ বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা

চার বছর পর পর জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন হাসান আরিফ।

তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলেও এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেনি সরকার। সময়মতো এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসউদুল হক।

novelonlite28
umchltd