ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫ 

শেষ দুই ওভারে ‘গায়েব’ ভারতের খুশি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ১ নভেম্বর ২০২৪

শেয়ার

শেষ দুই ওভারে ‘গায়েব’ ভারতের খুশি

সিরিজ বাঁচাতে ব্যর্থ হয়েছে ভারত। চ্যালেঞ্জ এবার সম্মান বাঁচানোর। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দুটি হেরে সিরিজ খোয়ানো ভারত এখন যেকোনো মূল্যে ধবলধোলাই এড়াতে মরিয়া। তবে সে লক্ষ্যে মুম্বাইয়ে তাদের শুরুটা হলো নড়বড়ে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের স্পিনবান্ধব উইকেটে প্রথম দিনে বোলাররা রাজত্ব করেছেন। মোট ১৪ উইকেটের পতন দেখা গেছে। এর মধ্যে টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ২৩৫ রান তুলতেই সব উইকেট খুইয়েছে। জবাব দিতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে করেছে ৮৬ রান। এখনো ১৪৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

তবে ভারতের দিনটা আরও সুন্দর হতে পারত, যদি শেষ দুই ওভারে ভারতীয় ব্যাটাররা ‘পাগলামি’ না করতেন! দিনের শেষ দুই ওভারে তিন উইকেট খুইয়েছে ভারত। এর মধ্যে এজাজ প্যাটেলের করা টানা দুই বলে ফিরেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৩০) ও মোহাম্মদ সিরাজ (০)। আর শেষ ওভারে রান আউট হয়ে ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছেন ৪ রান করা কোহলি।

দিনশেষে ভারতের আশা হয়ে ক্রিজে  রয়েছেন ৩১* রান করা শুবমান গিল। তাকে সঙ্গ দিচ্ছেন নতুন ক্রিজে আসা রিশাভ পান্ত (১*)।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভুগেছে নিউজিল্যান্ডও। দলটির সাত ব্যাটার-ই দুই অঙ্কের দেখা পাননি। তবে তিনে নামা উইল ইয়াং (৭১) এবং মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেলের (৮২) জোড়া ফিফটিতে প্রথম ইনিংসে সম্মানজনক স্কোর পায় কিউইরা।

কিউইদের ২৩৫ রানে আটকে দেওয়ার পেছনে মূল কারিগর ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে ৬৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। ৮১ রানে ৪ উইকেট পেয়েছেন সুন্দর।

novelonlite28
umchltd