ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ 

‘ভারত-যুক্তরাজ্য সহযোগিতার স্তম্ভ ব্যবসা, প্রযুক্তি, গবেষণা’

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২৫ জুলাই ২০২৫

শেয়ার

‘ভারত-যুক্তরাজ্য সহযোগিতার স্তম্ভ ব্যবসা, প্রযুক্তি, গবেষণা’

ভারত-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সহযোগিতার স্তম্ভ হিসেবে আবির্ভূত ক্ষেত্রগুলির তালিকা দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, এই অংশীদারিত্ব বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষার মতো ক্ষেত্রগুলিতে নিয়মিত উচ্চ-স্তরের বিনিময় দেখেছে।

নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য এবং মালদ্বীপ সফরের আগে এক বিশেষ সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিপক্ষ ব্রিটিশ পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত যোগাযোগ রয়েছে। কৌশলগত বিষয়, আর্থিক, অর্থনৈতিক, জ্বালানি সম্পর্কিত বিষয়গুলির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে মন্ত্রী পর্যায়ে আরও বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। সমসাময়িক সময়ে, ব্যবসা, প্রযুক্তি, গবেষণা, শিক্ষা উদ্ভাবন, জ্ঞান অর্থনীতির ক্ষেত্রগুলি আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।’

ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘২০২৩-২৪ সালে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৫৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। যুক্তরাজ্য ভারতে ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী, ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পুঞ্জীভূত বিনিয়োগসহ। মজার বিষয় হলো, ভারত নিজেই যুক্তরাজ্যে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের একটি বৃহৎ উৎস, যার প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের পুঞ্জীভূত বিনিয়োগ রয়েছে।’

মিশ্রি বলেন, ‘প্রতিরক্ষা খাতে, আমরা সশস্ত্র বাহিনীর তিনটি শাখার মধ্যে নিয়মিত মিথস্ক্রিয়া এবং মহড়া দেখতে পাচ্ছি। এই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্ভবত মূল দিকগুলির মধ্যে একটি হলো জীবন্ত সেতু যা যুক্তরাজ্যে ভারতকে সংযুক্ত করে। যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত প্রায় ১.৮ মিলিয়ন শক্তিশালী ভারতীয় প্রবাসী, যা আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করতে অবদান রেখেছে। তবে যুক্তরাজ্যের অর্থনীতিতেও অত্যন্ত মূল্যবান অবদান রেখেছে।’

novelonlite28
umchltd