ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ 

আলুর ক্ষেতে মিলল ৩টি ওয়ান শুটার গান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ার

আলুর ক্ষেতে মিলল ৩টি ওয়ান শুটার গান

নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় আলুর ক্ষেত থেকে ৩টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব। বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর সড়কের পাশের একটি আলু খেত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে রাতে বক্তারপুর এলাকায় অভিযান চালায় র‍্যাবের অভিযানিক দল। সে সময় ওই মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শুটার গান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় শুটারগানগুলো উদ্ধার করা হয়। শুটারগান ৩টি উদ্ধারের পর নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

novelonlite28
umchltd