নাটোরে তিন বিচারপ্রার্থীকে পিটিয়েছেন আইনজীবী ও তাদের সহকারীরা। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নাটোর আইনজীবী সমিতির নতুন ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শহরজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ৩ ব্যক্তি হলেন- খালেকুজ্জামান লালন, সাইদুজ্জামান লিখন এবং আসাদুজ্জামান লিমন। তারা তিনজনই নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা।
এ ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, বেশ কিছু আইনজীবী এবং তাদের সহকারীরা তিনজন বিচারপ্রার্থীকে বেধরক মারপিট করছেন। লাঠি হাতে বিচারপ্রার্থীকে মারধর করছেন আইনজীবী এবং তাদের সহকারীরা।
আইনজীবী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের পারিবারিক জমিজমা নিয়ে মামলায় দুলাভাই এবং শ্যালকের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুলাভাই আব্দুর রাজ্জাকের সাথে ধস্তাধস্তি করেন তার (রাজ্জাকের) তিন শ্যালক খালেকুজ্জামান লালন, আসাদুজ্জামান লিমন এবং সাইদুজ্জামান লিখন। পরে আব্দুর রাজ্জাক তার আইনজীবী শাহ মখদুম রূপশকে গিয়ে অভিযোগ করেন যে তাকে তার মামলার বিবাদীরা মারধর করেছেন।
ঘটনাটি জানার পর আব্দুর রাজ্জাকের আইনজীবী তার মক্কেলকে মারধরের বিষয়টি জানতে বিবাদীগণকে জিজ্ঞাসাবাদ করতে গেলে শাহ মখদুম রূপশের সাথে তারা তর্কে জড়ান। এর একপর্যায়ে আইনজীবী ভবনে থাকা বেশ কয়েকজন আইনজীবী এবং তাদের সহকারীরা লালন, লিমন এবং লিখনকে কিলঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন।
আরও পড়ুন: