ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫ 

যাত্রীর সঙ্গে অসদাচরণ, স্টেশনে ট্রেন আটকে টিটিইকে মারধর

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৯ জুলাই ২০২৫

শেয়ার

যাত্রীর সঙ্গে অসদাচরণ, স্টেশনে ট্রেন আটকে টিটিইকে মারধর

ভাড়া বেশি নেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার উথলী স্টেশনে প্রায় এক ঘণ্টা ধরে বেসরকারি ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় ট্রেনের এক টিটিইকে মারধরও করেছেন স্থানীয়রা।  মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের এক ব্যক্তি ওই ট্রেনে ভ্রমণের সময় অতিরিক্ত ভাড়া নেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে খারাপ আচরণ করেন এক টিটিই। পরে ওই ব্যক্তি নিজ গ্রামের লোকজনকে বিষয়টি জানালে প্রায় ২০০ লোক উথলী রেলওয়ে স্টেশনে আসে। পরে স্টেশনে পৌঁছালে ট্রেনটি আটকে রাখে তারা এবং ওই টিটিইকে খুঁজতে থাকে। পরে ওই টিটিই দরজা বন্ধ করে মালবাহী বগির মধ্যে বসেছিলেন। তাকে না পেয়ে অন্য একজন টিটিইকে কয়েকটি চড়-থাপ্পড় দেন উত্তেজিত জনতা। 

মিন্টু কুমার রায় আরও বলেন, এখানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। অভিযুক্ত টিটিইকে পেলে বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। পরে আমিসহ জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ওই টিটিইর হয়ে উত্তেজিত জনতাদের নিকট ক্ষমা চাই এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করি। পরে তারা চলে গেলে ৫৫ মিনিট পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেহেতু বেসরকারি ট্রেন, আমরা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করব। 

novelonlite28
umchltd