ঢাকা রোববার, ১১ মে ২০২৫ 

নাসুমের সঙ্গে কথা বলল তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ৫ ডিসেম্বর ২০২৩

শেয়ার

নাসুমের সঙ্গে কথা বলল তদন্ত কমিটি

ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে ৯টি ম্যাচ খেলে মোটে দুটিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা, এমনকি পরাজয়ের মুখ দেখেছে নেদারল্যান্ডসের বিপক্ষেও। বিশ্বকাপে এমন ভরাডুবির পেছনের কারণ উদঘাটনে গত বুধবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটি এরইমাঝে কাজও শুরু করেছে জোরেশোরে।

কমিটির কাছে ক্রিকেটারদেরও নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল ক্রিকেটার নাসুম আহমেদ দিয়েছেন নিজের ব্যাখ্যা। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারো বিসিএল খেলতে সেখানে ছুটেছেন। তবে ব্যাখ্যার থেকে বড় প্রশ্ন উঠেছে প্রধান কোচ থেকে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।

এর আগে গেল রোববার থেকেই এই তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। প্রথম দিন আসেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও। শুরুতে পেসার মুস্তাফিজুর রহমান কমিটির কাছে নিজের জবাব দেন।

সন্ধ্যার পর আসেন ওপেনার লিটন দাস। নিজেদের মতো করে আলাদা আলাদা করে তারা ব্যাখ্যা করেছেন তদন্ত কমিটির কাছে। বের হওয়ার সময় দুই ক্রিকেটারও মুখে কুলুপ আঁটেন। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়ক সবার কাছ থেকেই ব্যাখা চাইবে তদন্ত কমিটি।

উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। এর মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

novelonlite28
umchltd