
ভারতের দিল্লিভিত্তিক সংগঠন নারায়নী নমস্তুতে দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৩ এর সেরা প্রতিমা পুরস্কার অর্জন করেছে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ।
আজ ২৩ অক্টোবর সোমবার পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয়উপ-কমিটির সদস্য এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীরহাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন নারায়নী নমস্তুতে বাংলাদেশের প্রধান এবং এফবিসিসিআই এর পরিচালক প্রীতিচক্রবর্ত্তী।
এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি পার্থ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্ত্তীসহ পূজারি ওভক্তবৃন্দ। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর বাড়িতে এবার ১৪তম দুর্গোৎসবের আয়োজনে করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজাউদযাপন পরিষদ।
পরিষদের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও বর্ণিল ম্যাগাজিন প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীও সরকারের পদস্থ কর্মকর্তাসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান বাণী প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরও দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ। এপূজামণ্ডপটি সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সেরা আলোকসজ্জা, লাইটিং এবং প্রতিমায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে এবংসবারই এ দুর্গোৎসব ঘিরে প্রচুর আগ্রহ তৈরি হয়ে থাকে।
আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব 'শারদীয় দুর্গাপূজা'।
আরও পড়ুন: