ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ 

দুর্গোৎসব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২০ অক্টোবর ২০২৩

শেয়ার

দুর্গোৎসব শুরু আজ

আজ ষষ্ঠী। দেবী দুর্গার বোধনের দিন। বোধন শব্দটির অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে ২৪ অক্টোবর।

আজ শুক্রবার মহাষষ্ঠীর সকালে হবে দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী পূজা, সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এরপর শনিবার মহাসপ্তমী পূজা, রোববার মহাষ্টমী পূজা, সোমবার মহানবমী পূজা এবং মঙ্গলবার দশমী পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন হবে।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে আসছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে, যা খুব একটা শুভ বার্তা দেয় না। প্রতিবারের মতো এবারও দুর্গোৎসব বর্ণিল ও আনন্দঘন করে তুলতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বছর সারা দেশে মোট পূজামণ্ডপের সংখ্যা হতে পারে ৩২ হাজার ৪০৭টি। গত বছর দুর্গাপূজায় মণ্ডপ ছিল ৩২ হাজার ১৬৮টি।

novelonlite28
umchltd