Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
মিহির আগেও বিয়ে করেছিলেন স্বামী শুভ

মিহির আগেও বিয়ে করেছিলেন স্বামী শুভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

ভালোবেসে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মিহি আহসান। শোবিজ ক্যারিয়ার শুরুর আগে চুপিসারে বিয়ে করেছিলেন তিনি। ১ কোটি টাকা দেনমোহরে প্রযোজক-ব্যবসায়ী শুভ চৌধুরীর (মো. জাহাঙ্গীর কামাল) সঙ্গে তার বিয়ে হয়েছে। রয়েছে পুত্রসন্তান। তবে বিবাহিত জীবনে ভালো নেই এই অভিনেত্রী। মিহির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর খোঁজ মিলেছে তার স্বামীর প্রথম বিয়ের খবর। শুভর প্রথম সংসারেও পুত্রসন্তান রয়েছে।

আগের বিয়ের কথা শিকার করে মিহির স্বামী শুভ বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম ২০১২ সালের ২৩ মে। একটি বিষয় ঘিরে আমাদের দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে তাকে ২০১৯ সালে ডিভোর্স দিয়েছি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিলেও মিহির স্বামী শুভ চৌধুরীর পাসপোর্ট এখনো প্রথম স্ত্রী মরিয়মের নাম। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘২০১৫ সালে পাসপোর্ট করি। তখন মরিয়ম আমার স্ত্রী ছিলেন। যার কারণে নাম দেওয়া।

পরবর্তীতে যখন পাসপোর্ট রিনিউ করি তখন স্ত্রীর নাম পরিবর্তনের আবেদন করা হয়নি। যার কারণে আগের সব ঠিকানা রিনিউতে থেকে যায়। জরুরি ভাবে রিনিউ করার জন্য হয়নি। বিষয়গুলো যখন মিহির নজরে আসে তখন বলেছি পরিবর্তন করব। দেশে ফিরে পরিবর্তনের জন্য আবেদন করব। আগামী মাসে দেশে ফিরব। ‘বিয়ের পরে প্রেম’ নাটকের অভিনেত্রী মিহি জানিয়েছেন—এরই মধ্যে স্বামী শুভ চৌধুরীকে ডির্ভোসের আবেদন করেছেন।

গত ৩০ জুন ডিভোর্স আবেদন করেছেন তিনি। এই অভিনেত্রীর দাবি, ‘শুভ মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম ব্যবসা করে। তার নামে অনেক মামলা আছে। সে গার্মেন্টস ব্যবসায়ী না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন স্বামীর সঙ্গে সংসার করতে চান না বলে ডিভোর্সের আবেদন করেছেন।