Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
জিয়াউদ্দিন আলমের কথায় গাইলেন ইমরান

জিয়াউদ্দিন আলমের কথায় গাইলেন ইমরান

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১০ জুন ২০২৪ সোমবার

এ সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। এক দশক ধরে জনপ্রিয় সব গান উপহার দিয়ে যাচ্ছেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি ইমরান একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। জনপ্রিয় নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করছেন ‘তোমার সাথে আড়ি’ শিরোনামে একক নাটক।

নাটকটির টাইটেল গান গেয়েছেন ইমরান। ‘তোমায় দেখে ফিদা আমি/ প্রথম দেখাতে/ ডাগর চোখে তীর মেরেছ/ হৃদয় মাঝেতে’—এমন কথামালায় গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি রিলিজ হবে সিডি ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি।