Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ভাই হত্যার বিচার চাইলেন শাহনূর

ভাই হত্যার বিচার চাইলেন শাহনূর

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

চিত্রনায়িকা শাহনূর ভাই হত্যার বিচার চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার দাবি আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তিনি সহযোগিতা পাচ্ছেন না।

শাহনূর পোস্টে লিখেছেন: ‘আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী  এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউ সহযোগিতা করতে পারেননি। আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরেই আছে। এটা আমাদের সমাজের এবং জাতির কাছে লজ্জাজনক ব্যাপার।’

২০২২ সালে শাহানূরের খালাতো ভাই আলিফকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সেসময় বিচারের দাবিতে শাহনূর একাধিক পোস্ট করেন। 

শাহনূর চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মিশা-ডিপজলের প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।