Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
হঠাৎ মেজাজ হারালেন অভিনেত্রী সারা

হঠাৎ মেজাজ হারালেন অভিনেত্রী সারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার

অভিনেত্রী সারা আলি খানকে বিভিন্ন সময়ে মন্দিরে যেমন দেখা যায়। তাকে দেখা গেছে আজমির শরিফেও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুম্বাইয়ের এক শনি মন্দিরের দেখা গেল সারাকে।

আলোকচিত্রীদের সঙ্গে এমনিতেই তার সুসম্পর্ক রয়েছে। তবে এ দিন আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্তি প্রকাশ করেন। সেই সঙ্গে, ক্যামেরা বন্ধ করার অনুরোধও জানান। কিন্তু, হঠাৎ এমন বিরক্তির কারণ কী?

মুম্বাইয়ের ওই মন্দিরের বাইরে দুঃস্থদের খাবার বিতরণ করছিলেন অভিনেত্রী। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই রেগে যান সারা।

আলোকচিত্রীদের উদ্দেশে সারা বলেন, প্লিজ বন্ধ করুন। আমি আপনাদের অনুরোধ করে করে হাঁপিয়ে গিয়েছি। আপনারা দয়া করে এটা করবেন না। প্লিজ!

তবে সারার অনুরোধের তোয়াক্কা করেননি ফটোশিকারিরা। শুধু সারা নন, বলিউডে বার বার তারকাদের ব্যক্তিগত জীবনে ঢুকে গেছেন ফটোশিকারিরা। সর্বক্ষণ ক্যামেরার নজরদারির সামনে থাকতে থাকতে খানিক হাঁপিয়ে ওঠেন তারাও। সম্ভবত সেই কারণেই মেজাজ হারান সারা।