Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কুষ্টিয়ায় বিএনপির সাবেক ৩ সংসদ সদস্য আটক

কুষ্টিয়ায় বিএনপির সাবেক ৩ সংসদ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাঁদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন এবং দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু।

ওসি আশিকুর রহমান বলেন, ‘নাশকতার মামলায় বিএনপির সাবেক ওই তিন সদস্যকে আটক করা হয়েছে।’ এ বিষয়ে কথা বলতে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।