Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
মহান বিজয় দিবস টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

মহান বিজয় দিবস টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

“সুস্থ দেহ সুস্থ মন, গড়বো মোদের সুস্থ ভুবন"- এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে "রূপসী টেবিল টেনিস ক্লাব" এর উদ্যোগে বর্ণাঢ্য  টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজে’ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 

২০১৯ সাল থেকে রূপসী টেবিল টেনিস ক্লাব বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি পর্যায়ে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরার প্রয়াসে নিরলসভাবে  কাজ করে যাচ্ছে। সংগঠনটির সাথে  সরকারি- বেসরকারি বিভিন্ন পেশার উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ জড়িত রয়েছেন। এবারের টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন "সরকার গ্রুপ লিমিটেড" এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  হাসান মারুফ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মারুফ সরকার বলেন, কায়িক পরিশ্রম এবং খেলাধুলা ছাড়া সৃজনশীল মনের বিকাশ ঘটানো কখনোই সম্ভব নয়। মানবিক এবং দায়িত্বশীল সমাজ গঠনের একমাত্র হাতিয়ার সুস্থ দেহ ও সৃজনশীল মন। কেবলমাত্র শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তিই পারবে আগামীর আলোকিত সমাজ গড়ে তুলতে। আমাদের সকলের স্বপ্নের বাংলাদেশ গঠন করতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চার কোনো বিকল্প নেই।  ভার্চুয়াল জগতের ভয়াল থাবা থেকে রক্ষা করে এই প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ফিরিয়ে দিতে "সরকার ফাউন্ডেশন " প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে।

এ বছর এ প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি দল যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ, যা এবারের টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে। আগামী ১৫ ডিসেম্বর, সোমবার রাত ৯টায়  জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।