Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী সপ্তাহেই সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য পদত্যাগ করতে পারেন বলে নিশ্চিত সূত্র জানিয়েছে। তারা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

নির্বাচন কমিশন ১০ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারে। তার আগেই এই দুই উপদেষ্টা নিজেদের প্রার্থীতা নিশ্চিত করতে পদত্যাগ করবেন। তাদের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অংশ ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। পদত্যাগের পর তারা রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন সূত্রের দাবি, বিএনপি ছেড়ে দিতে পারে এমন আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা জমা দিতে পারেন। বিষয়টি মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকেও অবহিত করা হয়েছে।

ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন আসিফ মাহমুদ সজীব এবং ধারণা করা হচ্ছে—সেখান থেকেই তিনি নির্বাচন করবেন। বিএনপি এখনও এই আসনে প্রার্থী দেয়নি। তিনি জানিয়েছেন, “নীতিগত কারণে উপদেষ্টা থাকাকালীন নির্বাচন করা ঠিক নয়। তাই পদত্যাগ করেই নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা আছে।”

অপরদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত কয়েক মাস ধরে পদত্যাগ প্রসঙ্গে নানা মন্তব্য করে আলোচনায় আছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট সরকারকে বিব্রত করেছে বলেও নীতিনির্ধারক সূত্র জানিয়েছে। ফলে তার পদত্যাগ সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকেই।

একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠকে বসে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা করে। তবে বৈঠকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)–কে জোটভুক্ত করার প্রস্তাব উঠতেই আলোচনা থেমে যায়। ৪০ জন নেতার মধ্যে মাত্র তিনজন আপ বাংলাদেশকে জোটে নেওয়ার পক্ষে মত দেন। বাকিরা কেউ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া, কেউ আবার এককভাবে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। ফলে জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে আশঙ্কা করছেন—জোট ইস্যুতে শেষ মুহূর্তে এনসিপির ভাঙন দেখা দিতে পারে।