Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
জোট প্রশ্নে বিভাজনের মুখে এনসিপি

জোট প্রশ্নে বিভাজনের মুখে এনসিপি

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নানামুখী জোটের আলোচনা জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টির নেতারা বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠকে বসেন। বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলে। সেখানে জোট গঠন নিয়ে কয়েকটি বিকল্প পথ নিয়ে কথা হয়। কয়েকটি দলের সঙ্গে একসঙ্গে নির্বাচন করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক চলাকালে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাব আসে। এই প্রস্তাব ওঠার পরই আলোচনার পরিবেশ বদলে যায় এবং মাঝপথে বৈঠক থেমে যায়। 

বৈঠকে উপস্থিত ৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন ‘আপ বাংলাদেশ’-এর সঙ্গে জোট করার পক্ষে মত দেন। বাকিরা কেউ বিএনপির সঙ্গে জোট করতে চান, আবার কেউ কেউ স্বাধীনভাবে নির্বাচনে যাওয়ার মত দেন।

এনসিপির নেতারা জানাচ্ছেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারা বলেন, জামায়াতের সঙ্গে জোট করার প্রশ্নই আসে না। 
অনেকেই আশঙ্কা করছেন, জোট নিয়ে এই মতবিরোধ শেষ সময়ে গিয়ে দলটিকে ভাঙনের মুখে ফেলতে পারে। পরিস্থিতি কেমন দাঁড়ায় তা এখন দেখার অপেক্ষা।