স্কুলে আবারও সেই বিএনপি নেতার ধানের শীষের প্রচারণা
ঢাকা এজ প্রতিবেদক
প্রকাশিত : ০১:০৪ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
আবারও ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্কুল শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। বৃহস্পতিবার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সবুরেন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় (এস এন গার্লস স্কুল) ও আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি এ প্রচারণা ও বক্তব্য দেন।
শুধু তা-ই নয়, প্রচারণার ছবি ও ভিডিও বিএনপি নেতা গোলাম আজম সৈকত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। এসব ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে তিনি লিফলেট পড়ে বিএনপির ৩১ দফা ব্যাখ্যা করছেন।
এর আগে তিনি ১ নভেম্বর একইভাবে উপজেলার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে রাজনৈতিক প্রচার চালান—এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, আব্দুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক মাসুম নিজে বিএনপি নেতা গোলাম আজম সৈকতকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন এবং বক্তব্য দেওয়ার জন্য বলেন।
এরপর গোলাম আজম সৈকত শিক্ষার্থীদের ৩১ দফার লিফলেটটি পড়তে বলেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম। তোমরা তো আমাকে চিন...আমার বাড়ি এই কাঠালিয়ায়। ভবিষ্যতে তোমাদের কেউ চাকরি করবে, কেউ ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে, কেউ রাজনীতিতেও আসবে।’
স্কুল চলাকালীন প্রচারণার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. জিয়াউল হক মাসুম বলেন, ‘গোলাম আজম সৈকত বিদ্যালয়ে এসেছিলেন। টিফিন টাইমে আসলেও তাকে রাজনৈতিক প্রচার না করতে নিষেধ করি। কিন্তু তিনি তা উপেক্ষা করেন।’ যদিও পরবর্তীকালে প্রধান শিক্ষক এ সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
