Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম

ঢাকা এজ প্রতিবেদক

প্রকাশিত : ১২:১৪ এএম, ৯ জুলাই ২০২৫ বুধবার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক।

‎মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্বও আমাদের। যারা রাস্তায় ছিল কেবল তারা কথা বলবে, যারা ছিল না তারা থাকবে জেলখানায়। কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না।

চাঁদাবাজ-ধর্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধর্ষক-চাঁদাবাজদের সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করিনি। দেশটাকে মগের মুল্লুক ভাবার সুযোগ নেই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে রাখতে পারে, তারা চাঁদাবাজ-ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে। 

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে। বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে। তারা কেউই জনগণের জন্য কাজ করেনি। কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনো দিন পরীক্ষা দিতে আসব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।