Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
যুবকের কাছে মেয়েকে রেখে যান মা, এসে শোনেন ধর্ষণের কথা

যুবকের কাছে মেয়েকে রেখে যান মা, এসে শোনেন ধর্ষণের কথা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক রাজুকে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সুপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটির বাবা একজন দিনমজুর এবং মা একজন গৃহিণী। মেয়ের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় অভিযুক্ত রাজু প্রায়ই তাদের বাসায় যাওয়া আসা করত। মঙ্গলবার তিনি ওই বাসায় যান। রাজুর কাছে শিশুটিকে রেখে বাইরে যান মা। এ সুযোগে রাজু তাকে ধর্ষণ করে। শিশুটির মা বাড়িতের আসার পর শোনেন ধর্ষণের কথা। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর মেয়েটির বাবা বিয়ানীবাজার থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, রাজুর পরিবার প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে নানাভাবে চাপ দেয়া হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত যুবক কিংবা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্ত রাজুকে আটকে পুলিশের অভিযান চলছে।