Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়

কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সারা দেশে আবারও শীত জেঁকে বসেছে। উত্তরের জনপদ পঞ্চগড়ে ৭ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার জনজীবন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র।

এরআগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন এই জেলার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, নিম্মবিত্ত ও সাধারণ মানুষদের কাজে না যেতে পেরে ভোগান্তি বেড়েছে। এর আগে কয়েকদিন সারা দেশে শীত কিছুটা কম ছিল।

গত বুধবারের (৮ জানুয়ারি) পর থেকে কমতে থাকে পঞ্চগড়ের তাপমাত্রা। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা আর তীব্র শীতে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ফলে অনেকটাই শূন্য ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপও বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।