Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন থেকে সরে গেলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা নিজেদের মাঝে আলোচনায় এ সিদ্ধান্ত নেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ,২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হয়েছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের।

ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ড. জাবির হোসেন বলেন, আমরা সরকারের দেওয়া প্রজ্ঞাপন মেনে নিচ্ছি এবং আগামীকাল সকাল ৮ টা থেকে আমরা কাজে ফিরে যাবো। আমরা মনে করি সরকার কথা রাখবে। যদি কোনো কারণে জুলাই থেকে ৩৫ হাজার টাকা কার্যকর না হয় এবং ভবিষ্যতে দ্রব্যমূল্যের দামের তারতম্য অনুযায়ী ভাতা বৃদ্ধিকরণ না হয় আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবো।