Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
শোবিজ সিক্সার্স টিম স্পনসর হলেন প্রযুক্তির সহযোদ্ধা কোডমলি

’শোবিজ সিক্সার্স’ টিম স্পনসর হলেন প্রযুক্তির সহযোদ্ধা ’কোডমলি’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

”মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ ২৪” সিজন ২.০ এর 'শোবিজ সিক্সাসের' পাশে দাঁড়িয়েছে 'কোডমলি'/শোবিজ সিক্সার্স টিম স্পনসর কোডমলি/'শোবিজ সিক্সার্স' টিম স্পনসর হলেন প্রযুক্তির সহযোদ্ধা 'কোডমলি'

আজ মঙ্গলবার  (১৭ ডিসেম্বর) থেকে মাঠে গড়িয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২।  আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের ২য় আসর শেষ হবে। ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে মোট ৮টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। সেই ৮টি দলের মধ্যে ১টি দল "শোবিজ সিক্সার্স"। 

'শোবিজ সিক্সার্স' টিম স্পনসর হলেন প্রযুক্তির সহযোদ্ধা 'কোডমলি'

আজ সকালে মাঠে চুক্তিপত্র, জার্সি উন্মোচন ও ফটোসেশানের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা হয়। এই সময় উপস্থিত ছিলেন কোডমলির সিইও মো: মনিরুল ইসলাম শাওন, রাজন হাসান সিনিয়র বিনোদন সাংবাদিক গাজী টিভি 'শোবিজ সিক্সার্স' দলের অধিনায়ক মাসুম জয় সহ পূর টিম।

"শোবিজ সিক্সার্স" দলে রয়েছেন মাসুম জয় (অধিনায়ক) সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন, মোহাম্মদ জাকারিয়া (সহ: অধিনায়ক) মাল্টিমিডিয়া ইনচার্জ আমাদের সময় , তানভীর লিমন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর (ডিজিটাল) চ্যানেল আই, এ আর এম সাদাত রিপোর্টার ডিজিটাল দেশ টিভি, মো. সজিব রিপোর্টার (ডিজিটাল) ঢাকা এজ, শরিফুল ইসলাম সোশাল মিডিয়া এক্সিকিউটিভ (মাল্টিমিডিয়া) বাংলাদেশ প্রতিদিন, আরাফ আহমেদ ভিডিও এডিটর (মাল্টিমিডিয়া) বাংলাদেশ প্রতিদিন, আব্দুল আলিম রিপোর্টার ডেইলি একাত্তর, মো. নাজমুল হক

মাল্টিমিডিয়া রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন, আল রশিদ জনি ভিডিও এডিটর (ডিজিটাল) বাংলাদেশ প্রতিদিন, মো. ইবন সাঈদ অঙ্গকুর কন্টেন্ট ক্রিয়েটর (ডিজিটাল) চ্যানেল আই, রাকিব রাব্বানী সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল) চ্যানেল আই, জাকারিয়া মৃর্ধা কনটেন্ট ক্রিয়েটর প্রথম আলো, মুন্না চন্দ্র দাস মাল্টিমিডিয়া রিপোর্টার, রায়হান প্রধানী কনটেন্ট ক্রিয়েটর চ্যানেল আই ও টিম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন সিনিয়র রিপোর্টার যায়যায়দিন।

 

এ সম্পর্কে কোডমলির সিইও মো: মনিরুল ইসলাম শাওন বলেন, 'ছাত্র জনতার হাত ধরে যে নতুন স্বাধীনতা জাতি অর্জন করেছে তার গুরুত্বপূর্ণ অংশীজন ছিল তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তাদের একজন হিসেবে আমরা গর্বিত৷ কিন্তু এই অর্জনকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষররা দেশ এবং বিদেশের মাটিতে বসে ধ্বংস করার চক্রান্ত করছে। সেখান থেকে দেশকে বাঁচানোর লক্ষে এই হিন্দুদের উপর হামলার যে অপপ্রচার শুরু করেছে তার বিরুদ্ধে সচেতনতামুলক ক্যাম্পেইন শুরু করেছে কোডমলি। আমরা বাংলাদেশের বিভিন্ন হিন্দু অধ্যষিত এলাকাতে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরে আমাদের পেইজে আপ করছি। 'তথ্যপ্রযুক্তির পাশাপাশি ক্রিড়াঙ্গনেও এগিয়ে এসেছে এই কোডমলি। ”মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ ২৪” সিজন ২.০ এর শোবিজ সিক্সাসের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। “কোডমলি” এই ঘটনার মাধ্যমে প্রমাণ করেছে যে প্রযুক্তি শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, বরং সামাজিক পরিবর্তন এবং গণতন্ত্রের সুরক্ষায়ও অত্যন্ত কার্যকর। প্রযুক্তি-সক্ষম যুব শক্তি আজ সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এই উদাহরণ নতুন প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা দেবে। আশা করা যায়, ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগ নিয়ে প্রযুক্তি ও সমাজের সম্পর্ককে আরও মজবুত করবে।