Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
পদ্মায় চলছে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

পদ্মায় চলছে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:৪১ এএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

এরআগে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসেন।  

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি হবে বিক্রমের প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন। 

সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্রসচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে এখনো সিডিউল মেলেনি দুটি সৌজন্য সাক্ষাতের। 

সোমবার রাতেই বিক্রমের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।