Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবেন বিদায়ী বাইডেন

ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাবেন বিদায়ী বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনে আরও ৭২৫ মিলিয়ন বা সাড়ে ৭২ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করছেন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন।  

দুই মার্কিন কর্মকর্তা বুধবার বলেছেন, বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে কিয়েভে সরকারকে শক্তিশালী করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পরিকল্পনার সাথে পরিচিত একজন কর্মকর্তার মতে, বাইডেন প্রশাসন ল্যান্ড মাইন, ড্রোন, স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদসহ রাশিয়ার অগ্রসরমান সৈন্যদের রুখতে বিভিন্ন ট্যাঙ্ক-বিরোধী অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছে।  

রয়টার্সের দেখা বিজ্ঞপ্তি অনুসারে, প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

আগামী সোমবারের মধ্যেই কংগ্রেসে অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসতে পারে। তবে প্যাকেজের বিষয়বস্তু এবং আকার বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে পরিবর্তনও হতে পারে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের এই প্যাকেজটি বাইডেনের প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) এর আওতায় দেওয়া হবে। মূলত এর মাধ্যমে  যুক্তরাষ্ট্র যে কোনো জরুরী পরিস্থিতিতে মিত্রদের সাহায্য করতে বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দিতে পারে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশ বলেছেন, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া। এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি চায়, যাতে এ সংকটের মূল সমস্যা সমাধান করা যায়। 

এছাড়া নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রসহায়তার বিষয়টি আলোচনা হচ্ছে। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্বজ্ঞানহীন।