ইরানে হামলা: আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে আজ সোমবার (২৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের বর্তমান সভাপতি সুইজারল্যান্ড রোববার এ তথ্য নিশ্চিত করেছে। আলজেরিয়া, চীন ও রাশিয়ার সমর্থনে ইরান এ বৈঠক আহ্বান জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর লেখা এক চিঠিতে এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েলি শাসকদের এ কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড ইতোমধ্যেই ভঙ্গুর এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ইসরায়েলের সাম্প্রতিক এ হামলা স্পষ্টতই ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।

আরাকচি আরও বলেন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনে এই অপরাধমূলক হামলার আইনি ও যথাধান প্রতিক্রিয়ার জন্য ইরান তার অধিকার সংরক্ষণ করে।

অপরদিকে, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন এ অভিযোগকে ‘হাস্যকর’ অভিহিত করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান ইরানের ক্ষতি করার আরেকটি রাজনৈতিক প্রচেষ্টা। ইরান তার সহযোগী সংগঠনগুলোর আড়ালে লুকাতে পারবে না।

তিনি আরও বলেন, ইসরায়েল বারবার বলে আসছে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তেলআবিব কর্তৃপক্ষের দাবি, গত ১ অক্টোবর তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ হামলায় ইরানের চার সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত শনিবার জাতিসংঘ মহাসচিব গাজা ও লেবাননসহ সকল স্থানে সামরিক কার্যক্রম বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।