Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
তোপের মুখে ভাষণ থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

তোপের মুখে ভাষণ থামাতে বাধ্য হলেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত বছরের ৭ অক্টোবরে হামলায় নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধে গিয়ে তোপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি বিক্ষোভকারীদের কারণে নিজের ভাষণ থামাতে বাধ্য হন তিনি।

রবিবার (২৭ অক্টোবর) হিব্রু ক্যালেন্ডারে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি বলছে, বিক্ষুদ্ধ পরিবারের সদস্যদের বাধার মুখে ভাষণ থামাতে বাধ্য হন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দিদের আত্মীয়রা চিৎকার করে বলেন, তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। অন্যরা চিৎকার করে বলেন, তোমার লজ্জা হওয়া উচিত!

অবশ্য এসব ক্ষুব্ধ ব্যক্তিদের সরিয়ে নেওয়া হলে পুনরায় বক্তব্য দেন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ শুধু আর গাজায় সীমাবদ্ধ নয়। এখন লেবাননে স্থল হামলার সঙ্গে বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল। সেখানেও আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।