Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার

সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুহিয়া থানার ওসি শহিদুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি ও তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম। বুধবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রয়াত ঐ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম।

এরমধ্যে গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালতে বিচারক রহিমা খাতুন। এই মামলার ২৮ জন জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এমপি দবিরুল ইসলামকে।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন নিহত ঐ শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলার ৩৮ জন জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এমপি দবিরুল ইসলামকে।