Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
আইপিএলে ক্রিকেটারদের পকেট আরও ভারী করার ঘোষণা বিসিসিআইয়ের

আইপিএলে ক্রিকেটারদের পকেট আরও ‘ভারী’ করার ঘোষণা বিসিসিআইয়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪ রোববার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পরের আসর থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ঘোষণা দিয়েছে তারা।

সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই ক্রিকেটাররা ম্যাচ ফি পান। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি’র প্রচলন রয়েছে। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগেও যুক্ত হলো ম্যাচ ফি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি লিখেছেন, ‘আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ঘোষণা করছি। আইপিএল ও আমাদের ক্রিকেটারদের জন্য এটি নতুন এক যুগ।’

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করা পারিশ্রমিকের বাইরে প্রতি ম্যাচের জন্য এই সাড়ে ৭ লাখ রুপি পাবেন ক্রিকেটাররা। এক আসরে লিগপর্বের সবগুলো ম্যাচ খেললে বাড়তি ১ কোটি ৫ লাখ রুপি আয় করবেন তারা।