Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার

আবারও বন্দুক হামলার ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হয় এ অস্ত্র সহিংসতা। এ ঘটনায় আটক করা হয়েছে ওই স্কুলেরই এক ছাত্রকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে সন্দেহভাজন ১৪ বছরের কিশোরকে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও। কী ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি জর্জিয়া পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্কুল কম্পাউন্ডে হঠাৎ শুরু হয় গোলাগুলি। নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ছুটে আসে অভিভাবকরাও।

এদিকে বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।