মোদীর সঙ্গে ল্যামির সাক্ষাত, দ্বিপাক্ষিক সম্পর্ক এগোনোর প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার | আপডেট: ০১:৩৭ এএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার

ভারতে সররত যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাত করে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাদের ওই সাক্ষাত হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

পরে এক্সে এক পোস্টে মোদী লিখেছেন, “ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাত করে আনন্দিত। ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও গভীর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের অগ্রাধিকারমূলক উদ্যোগের প্রশংসা করছি।”

মোদীর সঙ্গে সাক্ষাতের আগে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন ল্যামি। তিনি বলেন, উভয় দেশের সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপাক্ষিক প্রযুক্তি নিরাপত্তা উদ্যোগকে স্বাগত জানাই। পারস্পরিক স্বার্থের এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সম্পন্ন করার ইচ্ছা আছে।

কিয়ার স্টারমারের নেতৃত্বে যুক্তরাজ্যে নতুন সরকার গঠনের পর ল্যামির ভারত সফরই প্রথম উচ্চ-পর্যায়ের সফর।

গত ৪ জুলাইয়ের নির্বাচনে ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী নজারভেটিভ ডেভিড ক্যামেরনের স্থলাভিষিক্ত হয়েছেন ৫১ বছর বয়সী ল্যামি।
এর আগে তিনি দুই বছরেরও বেশি সময় ধরে লেবার পার্টির আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্যে নির্বাচনি প্রচারের সময় ল্যামি বলেছিলেন, ভারত ২১ শতকের উদীয়মান পরাশক্তি। ১৪০ কোটি জনসংখ্যার এ দেশটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। যুক্তরাজ্য ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা বেঙ্গালুরু থেকে বার্মিংহাম পর্যন্ত সম্ভাবনার পথ খুলবে।
 
তিনি বলেছিলেন, যুক্তরাজ্য ও ভারত সবুজ রূপান্তর, নতুন প্রযুক্তি, অর্থনৈতিক নিরাপত্তা এবং বৈশ্বিক নিরাপত্তার বিষয়গুলো পরস্পর ভাগ করে নিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর দৃষ্টিপাত করে যুক্তরাজ্য ও ভারতের মধ্যে একটি নতুন অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরতে দুই দিনের সফরে রয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।