Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে রাশিয়া সফরে মোদী

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে রাশিয়া সফরে মোদী

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:২৬ এএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার

রাশিয়ায় এক আনুষ্ঠানিক সফরে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটিতে ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তার এ সফর।

টাইমস অব ওমান লিখেছে, শীর্ষ এ সম্মেলনটি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংলাপের প্রক্রিয়া হিসাবে কাজ করেছে। এর আগেও ভারত ও রাশিয়ায় এমন ২২টি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সবশেষ সম্মেলনটি হয়েছিল ২০২১ সালের ৬ ডিসেম্বর। দিল্লিতে অনুষ্ঠিত সেই সম্মেলনে ২৮টি সমঝোতা স্মারক  ও চুক্তি সই হয়েছিল।

এবারের সফরের সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান 'অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল' প্রদান করেন।

এছাড়া, তারা প্রতিরক্ষা, বাণিজ্য সংযোগ, বিনিয়োগ সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক ও দ্বিপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করেছেন। 

ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন  ১৯৪৭ সালে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৫৫ সাল ভারত- সোভিয়েত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওই বছরের জুন মাসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মস্কো সফর করেন। চার মাস পর নভেম্বরে রুশ কর্তৃপক্ষও ভারত সফর করে।