Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ইকবালপুত্র সুনানের জন্মদিন আজ

ইকবালপুত্র সুনানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৪ জুলাই ২০২৪ রোববার

ঢালিউডে বর্তমান সময়ে যে কজন প্রযোজক নিয়মিত সিনেমা নির্মাণ করছেন, তাদের মধ্যে মোহাম্মদ ইকবাল অন্যতম একটি নাম। খুব অল্প সময়ে বেশ কিছু সিনেমায় অর্থ লগ্নি করেছেন তিনি। প্রতিটিতেই পেয়েছেন সফলতা। প্রযোজক থেকে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। এফডিসিপাড়ায় বেশ নামডাক তার।

ইকবালের একমাত্র ছেলে সুনান। বাবার দেখানো পথেই হাঁটছে। এরই মধ্যে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছে। শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘বীর’ সিনেমোর মাধ্যমে বড় পর্দায় নাম লেখান ইকবালপুত্র সুনান। এরপর কাজ করেন ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা। গত দুই ঈদে সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

এদিকে, আজ ইকবালের ছেলে সুনানের জন্মদিন। আজকের দিনে ঢাকা জন্মগ্রহণ করে এই প্রযোজক-পরিচালকের ছেলে সুনান। জন্মদিন সামনে রেখে সম্প্রতি পরিবার নিয়ে অবকাশ যাপনে গেছেন মো. ইকবাল।

সিঙ্গাপুর ঘুরে এই মুহূর্তে মালয়েশিয়া রয়েছেন। থাইল্যান্ড হয়ে আগামী ২২ জুলাই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মো. ইকবাল।