ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ 

পাকিস্তানের সংবিধানে ডেপুটি প্রধানমন্ত্রীর কোনো পদ নেই: পিটিআই  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ২ মে ২০২৪

শেয়ার

পাকিস্তানের সংবিধানে ডেপুটি প্রধানমন্ত্রীর কোনো পদ নেই: পিটিআই  

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারকে নিয়োগ করায় শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)।  দলটি বলছে, পাকিস্তানের সংবিধানে ডেপুটি প্রধানমন্ত্রীর কোনো পদই নেই।

নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, খাইবার পাখতুনখোওয়ার মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারি ব্যারিস্টার মো. আলি সাইফ বলেন, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ পদগুলো শরীফ পরিবার নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। জনগণের সমস্যার সমাধান করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার পদ-পদবীগুলো নিজেদের মধ্যে বন্টন করছে।

রোববার মন্ত্রী পরিষদের এক বিজ্ঞপ্তিতে ইসহাক দারকে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় সরকার। এরপরই এমন মন্তব্য করলেন ব্যারিস্টার সাইফ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকার গঠনের পর ইসহাক দারকে দৃষ্টির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। চার্টার্ড একাউন্ট্যান্ট ইসহাক দার পিএমএল-এন এর প্রধান নওয়াজ শরীফের আত্মীয় এবং ঘনিষ্ঠ সহযোগী।

এর আগে ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইসহাক দার। এরপর ২০০৮ সালের মার্চ থেকে মে পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। তারপর ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্তও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ ২০২৩ মেয়াদেও একই দায়িত্ব পালন করেন।

চারবারের অর্থমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর পর ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে চলছে আলোচনা।

ইসহাক দারকে সবশেষ এই পদে নিয়োগ দেওয়ার এমন ঘটনা পাকিস্তানের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়। তার আগে পাকিস্তান মুসলিম লীগ- কোয়াড নেতা পারভেজ এলাহীকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে ২০১২ সালে প্রথমবারের মত নিয়োগ দেওয়া হযেছিল।

novelonlite28
umchltd