ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ 

পাকিস্তানের সিন্ধুতে বিরামহীন ট্র্যাজেডি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২ এপ্রিল ২০২৪

শেয়ার

পাকিস্তানের সিন্ধুতে বিরামহীন ট্র্যাজেডি

পাকিস্তান, বিশেষণ করে সিন্ধু প্রদেশে এমন একটি দিনও যায় না যেখানে নারীদের ধর্ষণ, হত্যা ও যৌন নির্যাতনের মত অপরাধ সংঘটনের খবর শোনা যায় না।

নেশন ডটকম লিখেছে, আন্তর্জাতিক নারী দিবসের ঠিক একদিন আগেও হায়দ্রাবাদে একটি মর্মান্তিক ঘটনা ঘঠে। ইউসরা বাতুল নামে এক তরুণীকে একেবারে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়।

আইন বিভাগের ছাত্র ইউসরা বাতুল তার ভাইয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় গাড়িতে করে আসা এক ব্যক্তি তাদের পথরোধ করে গুলি চালায়। এতে ইউসরা বাতুল ঘটনাস্থলেই প্রাণ হারান। আর তার ভাইয়ের দুটি গুলি লাগে। তার অবস্থাও এখন আশঙ্কাজনক।

এমন সব ঘটনা পর্যবেক্ষণে যে প্রশ্নটি সামনে আসে তাহল- নারীর প্রতি সহিংসতা কবে বন্ধ হবে। রাষ্ট্র কবে নারীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেবে? কবে পাকিস্তানে নারীরা মানুষ হিসেবে বিবেচিত হবে?

novelonlite28
umchltd