ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ 

যুক্তরাষ্ট্রকে জানিয়েই লেবাননে ইসরায়েলের স্থল অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১ অক্টোবর ২০২৪

শেয়ার

যুক্তরাষ্ট্রকে জানিয়েই লেবাননে ইসরায়েলের স্থল অভিযান

লেবাননে স্থল অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলো ইসরায়েল। সোমবার এ কথা জানান মার্কিন এক কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ বিবিসির এক প্রতিবেদনে এই এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনার কথা জানানো হয়েছে। সে অনুযায়ী পুরো লেবানন নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে অভিযান চালাবে ইসরায়েলি সেনারা।

মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছিল সোমবারই শুরু হতে পারে স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তও ইঙ্গিত দেন, দু-একদিনের মধ্যে লেবাননে প্রবেশ করবে ইসরায়েলি বাহিনী।

novelonlite28
umchltd