
মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে ৫ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ জনকে ৮ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জেলেকে আটকসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করেন তারা। ওই ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ রক্ষায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। বিকেল পর্যন্ত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। এসময় ৩০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ১৫ জন জেলেকে আটক করা হয়। এসময় ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় ২টি এতিমখানায় বিতরন করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জেলের ১০ জনকে ৮ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং ৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক আটককৃত জেলেদের এ সাজা প্রদান করেন।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা নদীতে অভিযানের পাশাপাশি পদ্মার পাড়ে গড়ে ওঠা অস্থায়ী ইলিশের হাটেও অভিযান করা হয়েছে।
আরও পড়ুন: